ব্রেকিং নিউজ

কুরুচিকর মন্তব্যের জের : সাংসদকে বয়কট করে প্রতিবাদ মিছিল সংবাদকর্মীদের

সাতদিনের সমাচার : সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে সাংসদের মুখনিঃসৃত কুরুচিকর মন্তব্যের  প্রতিবাদে সাংসদকে বয়কটের ডাক দিল সর্বস্তরের  সংবাদমাধ্যমের কর্মীরা l মন্ত্যবের ঝড় রাজনৈতিক মহলেও l গণতন্ত্র এর চতুর্থ স্তম্ভ কে তিনি যে ভাবে নিশানা করেছেন, তাতে প্রবল অপমানিত সংবাদকর্মীরা তাঁকে সরাসরি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে l পাশাপাশি নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন সংবাদকর্মীরা l যেকোনো রাজনৈতিক নেতাদের উত্থানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে সংবাদমাধ্যম l কিন্তু জেলা কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী যে ভাষায় সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন তার প্রতিপেক্ষিতে ধিক্কার জানিয়ে তাঁকে বয়কটের ডাক দিয়েছে সংবাদ মাধ্যম! 
প্রসঙ্গত গত রবিবার নদীয়া জেলার গয়েশপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মীসভায় খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদ কর্মীদের সভাস্থল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন সাংসদ, এখানেই না থেমে তিনি 'দু পয়সার প্রেস' বলেও কটাক্ষ করেন উপস্থিত সাংবাদিকদের l নেত্রীর  এহেন আচরণে তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে ওঠে সাংবাদিককুল l বিভিন্ন সাংবাদিক সংগঠনের তরফে বিবৃতি জারি করে তাঁর এই ভাষার নিন্দা জানায় সংগঠনগুলি l মঙ্গলবার কাঁচরাপাড়া প্রাণ কেন্দ্র অর্থাৎ গান্ধীমোড়ে 'দি বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশনে'র  পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় l অপমানিত  সংবাদকর্মীরা বক্তব্য তুলে ধরেন জনমানসে l সভা শেষে তাঁরা গান্ধীমোড় থেকে ওয়ার্কশপরোড ধরে থানার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন l সেখান থেকে গান্ধীমোড়ে এসে মিছিল শেষ হয়!এদিনের সভা এবং মিছিলে পা মেলান জি ২৪ঘন্টার সাংবাদিক অনন্ত চ্যাটার্জী, নির্ভিক কণ্ঠ, আজকের অনুভব ম্যাগাজিনের বর্ষীয়ান সাংবাদিক যথাক্রমে স্বপন দাস ও সমীর রায়! এছাড়া উপস্থিত ছিলেন,সিএন নিউজ এর প্রতিনিধি শান্তনু আচার্য,আকাশ বাংলার বরুন সেনগুপ্ত,
বর্ষীয়ান সাংবাদিক তমাল সাহা ও ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি অরিন্দম রায় চৌধুরী l সহ
এই অঞ্চলের বিভিন্ন ডিজিটাল মিডিয়ার সংবাদকর্মীরা l 


No comments