গুলিবিদ্ধ এক ব্যক্তি ইছাপুরে
সাতদিনের সমাচার : এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়া ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ালো ইছাপুরে। ঘটনাটি ঘটেছে, বুধবার নোয়াপাড়া থানার উত্তর বারাকপুর পুরসভার 2নং ওয়ার্ডের মায়াপল্লি এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তির নাম নেপাল দাসের বাড়ি ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল নেপাল। সেই সময় বইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে নেপাল কে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়।একটি গুলি নেপালের মাথায় লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা। সুযোগ বুঝে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ রক্তাক্ত জখম অবস্থায় নেপাল কে প্রথমে বারাকপুরে বি.এন.বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবণতি হওয়ায় তাঁকে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে স্থান্তারিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধিন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নোয়াপাড়া থানার পুলিশ। আসেন বারাকপুরে পুলিশ কমিশনাররেটের যুগ্ম কমিশনার অজয় ঠাকুর, এসিপি অরিন্দম পাল চৌধুরী। আরও জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে গাড়ির চালক সন্দীপ দাস। তাঁর বাড়ি কলকাতা বেহালা। তাঁর পায়ে গুলি লেগেছে। সংবাদমাধ্যম কে সন্দীপ জানিয়েছে, মালিকের পরিবার কে নিমন্ত্রণবাড়ি তে নামিয়ে দিয়ে ফেরার পথে 22নং রেলগেটের কাছে কয়েকজন দুষ্কৃতী পথ আটকে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। গাড়ির উইংগ্লাস ভেদ করে গুলি তাঁর পায়ে গুলি লেগেছে। বারাকপুরে বিএনবোস হাসপাতালে চিকিৎসাধিন। সূত্র বলছে, বাম জামানার কুখ্যাত অপরাধী নেপালের নামে অনেক অভিযোগ আছে এলাকার থানায়।শিল্পাঞ্চলের বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত নেপাল কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে।
No comments