ব্রেকিং নিউজ

আর নয় অন্যায়' : গৃহ সম্পর্ক অভিযান শুরু

সাতদিনের সমাচার : আর কয়েক মাস বাদেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন l অর্থাৎ সরকার গড়ার নির্বাচন l এই নির্বাচনকে সামনে রেখে মানুষের সমর্থন পেতে রাজ্যের প্রায় সবদলই নেমে পড়েছে আদাজল খেয়ে!একদিকে যেমন রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল মানুষের ভোটে তৃতীয়বারের জন্য সরকার গড়তে সরকারের জনস্বার্থ মুখী বিভিন্ন প্রকল্প 'দুয়ারে সরকার' কর্মসূচিকে সামনে রেখে মানুষের সঙ্গে জনসংযোগে প্রথমদিন থেকেই  নেমে পড়েছে l অন্যদিকে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি l রাজ্য ক্ষমতাসীন শাসকদলকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে তাঁরাও আশাবাদী l বেশ কিছুদিন ধরে তাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 'আর নয় অন্যায়' কর্মসূচিকে সামনে রেখে মিটিং,মিছিল এর মধ্য দিয়ে তাঁরা রাজ্য সরকারের অন্যায় এর কথা তুলে ধরছে!এবার তাঁরা এই কর্মসূচিকে সামনে রেখে 'গৃহ সম্পর্ক' অভিযানে নামলেন বিজেপি কর্মীরা l শনিবার বেলার দিকে বিজেপি বারাকপুর সাংগঠনিক জেলার নৈহাটি গ্রামীণ মন্ডল-৩ এর উদ্যোগে পলাশী-মাঝিপাড়া গ্রামপঞ্চায়েতের কলতলার মনসাতলা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে 'গৃহ সম্পর্ক' অভিযান করেন l এদিন ওই গ্রামে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন l কেন্দ্রীয় সরকারের জনমুখী জনধন যোজনা,বিনা মূল্য রান্নার গ্যাস পরিষেবা,অটল পেনশন যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরে l মানুষের সাড়া পেয়ে উজ্জীবিত হন বিজেপি কর্মী সমর্থকরাও l এদিকে বিজেপি সূত্রে জানা যায় l  রবিবার থেকে জেলার প্রতিটি বুথে বুথে এলাকায় 'গৃহ সম্পর্ক' অভিযান কর্মসূচি নিয়ে তাঁরা বাড়িবাড়ি যাবেন l এদিনের কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন বারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা শর্মিষ্ঠা ভাট্টাচার্য্য,জেলার সম্পাদক মন্ডলীর অন্যতম সম্পাদক তন্ময় আইচ l এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি গ্রামীণ মন্ডল-৩ এর সভাপতি সুব্রত সাহা,এই মন্ডলের সদ্য দায়িত্ব পাওয়া পর্যবেক্ষক সন্তোষ রায় সহ বিজেপি অন্যান্য কর্মকর্তারা l

No comments