ব্রেকিং নিউজ

বিজেপি নেতার স্মরণ সভা কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচার : প্রয়াত বিজেপি নেতার স্মরণসভা অনুষ্ঠিত হল কাঁচরাপাড়ায় l শনিবার সন্ধ্যায় বারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার উদ্যোগে কাঁচরাপাড়া লিচুবাগান ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ভবন (লিটিল ষ্টার ক্লাব) প্রাঙ্গনে বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি প্রয়াত সুভাষ মন্ডল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় l এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রয়াত নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলা ওবিসি মোর্চার সভাপতি শিবশঙ্কর শূর l  উপস্থিত ছিলেন বীজপুর মন্ডল-১ এর সভাপতি অহিন ভৌমিক,নৈহাটি গ্রামীণ মন্ডল-৩ এর পর্যবেক্ষক সন্তোষ রায় সহ অন্যান্য কার্যকর্তারা l জেলা নেতা দীপেন্দু রায় বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওবিসি মোর্চাকে সেই জায়গায় পৌঁছে দেব, যে স্বপ্ন দেখে ছিলেন সুভাষবাবু সেই স্বপ্নকে আমরা পূরণ করার চেষ্টা করব l জেলা সভাপতি শিবশঙ্কর শূর বলেন, সুভাষবাবুর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে l 
প্রসঙ্গত গত 25 নভেম্বর কোভিড আক্রান্ত হয়ে মারা যান সুভাষ মন্ডল!মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১, তিনি মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা ছিলেন l

No comments