ব্রেকিং নিউজ

বিনামূল্যে স্বাস্থ্য শিবির হালিশহরে

সাতদিনের সমাচার : বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হল রবিবার সকালে হালিশহর জেটিয়া গ্রাম পঞ্চায়তের বিজনা গ্রামে মনসাতলা নির্ভিক সংঘ ক্লাবের পরিচালনায় ও স্বামীবিবেকানন্দ ট্রাস্টের সহযোগিতায় l স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী মদন বিশ্বাস। এই শিবিরে প্রায় ১৫০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন অভিজ্ঞ চিকিৎসকরা l সুগার টেস্ট, ব্লাড প্রেসার, রক্তের গ্রুপ নির্ণয় এবং চক্ষু পরীক্ষা l ক্লাবের এক কর্মকর্তা জানান,আমরা প্রতি বছরই নানান সেবা মূলক কাজ করে থাকি, কোভিড-19 পরিস্থিতি তে মানুষের অবস্থা খুব শোচনীয়!তাই তাদের পাশে দাঁড়াতেই  আমাদের ছোট প্রয়াস l 
তিনি আরও জানান,প্রাকৃতিক দুর্যোগ আমফান ঝড় ও লকডাউনে আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছি, আগামীতেও আমাদের প্রয়াস অব্যাহত থাকবে l এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন, বিজেপি বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিং, কাজল সিকদার,অনির্বান গাঙ্গুলি, এছাড়াও জেলা যুব মোর্চার সভাপতি সাগর রায়,নৈহাটি গ্রামীণ মন্ডল-৩ এর সভাপতি সুব্রত সাহা,হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান বিজেপি নেতা রাজা দত্ত প্রমুখ l

No comments