জোনাল জস্টিসের আশ্বাস : উঠল আইনজীবীদের কর্মবিরতি
সাতদিনের সমাচার : জোনাল জাস্টিসের আশ্বাস পেয়ে অবশেষে উঠে গেল বারাকপুর আদালতে চলা আইনজীবীদের লাগাতার কর্মবিরতি ৷ জানা গেছে, আদালত নতুন ভবনে স্থানান্তরিত হলেও সেখানে আইনজীবী,ল-ক্লার্ক এবং টাইপিস্টদের বসার স্থান, গাড়ি পার্কিং এর বন্দোবস্ত না থাকায়, বিপুল অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল, প্রশাসনকে সে বিষয় অবগত করে আদালতের বার অ্যাসোসিয়েশন ৷ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ না হলে চলতি মাসের ১৪ তারিখ থেকে আদালতের কাজকর্ম বন্ধ রেখে ধর্মঘটে শামিল হয় আইনজীবীরা৷ আইনজীবীদের কর্মবিরতি জেরে ব্যহত হয় বিচার ব্যবস্থা৷ সেই অচলাবস্থা কাটাতে সোমবার সকালে বারাকপুর মহকুমা আদালতে আসেন জোনাল জাস্টিস সৌমন সেন এবং জেলা জাস্টিস সাব্বির রশিদ৷ তাঁরা দীর্ঘক্ষণ আলোচনায় বসেন মহকুমা আইনজীবীদের সঙ্গে৷ আলোচনা শেষে তাঁরা আশ্বাস দিলে অবশেষে কর্মবিরতি তুলে নেন আইনজীবীরা৷ জানা গেছে মঙ্গলবার থেকে পুরোদমে কাজ নামবেন বলে জানালেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷
No comments