পথ দুর্ঘটনায় মৃত দুই
সাতদিনের সমাচার : পথ দুর্ঘটনায় প্রাণ গেল অভিন্ন হৃদয় দুই বন্ধুর l মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা নাগাদ নৈহাটি থানার কল্যাণী-ব্যারাকপুর হাইওয়ের ধারে রাজেন্দ্রপুর এলাকার একটি ব্লাইন্ড স্কুলের সামনে l মৃতদের নাম প্রীতম(পল্টন)সেনগুপ্ত এবং সৌমেন সেনগুপ্ত l দু'জনের আনুমানিক বয়স -28 l প্রীতমের বাড়ি বীজপুর থানার কাঁপা-চাকলা গ্রামপঞ্চায়ত এলাকায়!সৌমেনের বাড়ি হুগলী জেলার কোন্নগরে l
স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যায় দুই বন্ধু বইকে চেপে কাঁপা মোড় থেকে নৈহাটির দিকে বাইক চালিয়ে যাচ্ছিল প্রীতম আর সৌমেন, সে সময় ব্লাইন্ড স্কুলের কাছে উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় l রাস্তায় ছিটকে পড়ে দু'জনই, ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা, দুর্ঘটনার খবর পেয়ে আসে নৈহাটি থানার পুলিশ ও কাঁপা ট্রাফিক পুলিশের আধিকারিকরা!দুর্ঘটনাস্থল থেকে জখম অবস্থায় দুইজন'কে উদ্ধার করে প্রথমে নৈহাটি মাতৃ সদন হাসপাতালে পরে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা l পল্টনের মৃত্যু সংবাদ আসতেই শোকের ছায়া নেমে আসে কাঁপা হাইস্কুল এলাকায় l
No comments