বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বীজপুর থানায়
সাতদিনের সমাচার : হালিশহরে নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বীজপুর থানার সামনে বিক্ষোভ দেখাল মৃতের পরিবারের লোকজন৷ সোমবার সকালে প্লেকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখায় মৃতের মা,ভাই সহ অন্যান্য প্রতিবেশীরা ৷ বিক্ষোভ শেষে খুনের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে ৷ এদিন বিক্ষোভ থেকে দাবি ওঠে, যারা সৈকতকে নৃশংসভাবে হত্যা করে মায়ের কোল ফাঁকা করেছে তাদের কঠোর শাস্তি চাই ৷ আরও অভিযোগ,সৈকত খুনের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ৷
প্রসঙ্গত, চলতি মাসের ১২তারিখে বিজেপি পুর্ব ঘোষিত কর্মসুচি 'আর নয় অন্যায়' কর্মসুচির গৃহ সম্পর্ক অভিযান চলছিল হালিশহর পুরসভার ৯নং ওয়ার্ডের বারেন্দ্র গলি এলাকায়!অভিযোগ,সেই সময় একদল সশস্ত্র বাইকবাহিনি এসে তাঁদের ওপর হামলা চালায়৷ বিজেপি কর্মীদের মাটিতে ফেলে বেধড়ক পেটায় l দুষ্কৃতীদের অতর্কিত হামলায় বেশকয়েকজন বিজেপি কর্মী আহত হন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীজপুর থানার পুলিশ৷ স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত জখম অবস্থায় আহতদের উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখানে চিকিৎসকেরা সৈকতকে মৃত বলে ঘোষনা করেন৷ গুরুতর আহত অবস্থায় তপন দাস ও খোকন দাস কে ভর্তি করা হয় বাকিদের প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ এদিকে সৈকতের মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা৷ উত্তাল হয়ে ওঠে গোটা বীজপুর৷ বিজেপি কর্মী মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিজেপি নেতৃত্ব৷ তাঁদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷
এদিন রাতেই দলের তরফে কয়েকজনের নামে বীজপুর থানায় অভিযোগ দায়র করা হয়৷অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হালিশহর একটি পরিতাক্ত কোয়াটার থেকে সোমনাথ গাগুলি ওরফে কেলো,সুদিপ্ত ঘোষ ওরফে রাইডর বুবাই এবং সুমন সাহা ওরফে ল্যচো কে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ৷অভিযুক্তদের পরদিন ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ৷অন্যদিকে এদিনই মৃত সৈকত ভওয়ালের খুনের প্রতিবাদে এবং খনুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা৷এদিন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিং হুশিয়ারি দিয়ে বলেন,এইটা শেষ বলিদান৷এরপর যদি রক্তঝরে কিংবা খুন হয় তাহলে পাল্টা মার দিতে প্রস্তুত৷মৃতের বাড়ি হালিশহর পুরসভার ৬নং ওয়ার্ডের হরিজন পাড়া লেনে৷তিনি পুরসভার অস্থায়ী শ্রমিক ছিলেন ৷
No comments