ব্রেকিং নিউজ

'দু পয়সার প্রেস' - তাচ্ছিল্য সুরে সাংসদ : রাজ্য জুড়ে প্রতিবাদে সাংবাদিকমহল

সাতদিনের সমাচার : 'দু পয়সার প্রেস' বলে তাচ্ছিল্য সুরে সংবাদমাধ্যমকে নিশানা করায় নদীয়া জেলা তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব রাজ্যের সাংবাদিককূল l নেত্রীর এহেন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের প্রধানতম সংগঠন কলকাতা প্রেস ক্লাব l ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সাংসদের মন্ত্যব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাবের কর্মকর্তারা l জননেত্রীর এই মন্ত্যব্য নিঃসন্দেহ অনভিপ্রেত এবং অপমানজনক!গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকতার গুরুত্ব এবং এই পেশার সম্মান সর্বজনবিদিত, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও একজন সাংবাদিকের পেশাগত সংগ্রাম ও সামাজিক দায়বদ্ধতার বিশ্বজোড়া স্বীকৃতি  রয়েছে l এই মহান কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকদের পেশাকে অপমান করার কোনও অধিকার জনপ্রতিনিধি কেন দেশের সর্বময়কর্তারও নেই ! 
সাংসদের মন্ত্যব্যর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে 'ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন' পশ্চিমবঙ্গর  পক্ষ থেকে অবিলম্বে তা প্রত্যাহার করার আবেদন এবং সর্বসমক্ষে দুঃখ প্রকাশের দাবি পর্যন্ত করা হয়েছে l 
অন্যদিকে 'বারাকপুর প্রেস ক্লাবও মহুয়া মৈত্রর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে l আগামীকাল অর্থাৎ মঙ্গলবার  সন্ধ্যায় কাঁচরাপাড়া গান্ধীমোড়ে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে 'দি বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকেও  l প্রসঙ্গত রবিবার নদীয়া জেলার গয়েশপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মিসভায় যোগ দিতে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান কৃষ্ণনগরের সাংসদ তথা তৃণমূল নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী মহুয়া মৈত্র! এদিন খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সভাস্থল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন ! এখানেই না থেমে 'দু পয়সার প্রেস' বলে তাচ্ছিল্য সুরে তিনি সংবাদমাধ্যম'কে নিশানা করেন l তাঁর এই কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদের ঝাড় ওঠে গোটা রাজ্য জুড়ে l

No comments