তৃণমূল কর্মী খুন গয়েশপুরে
সাতদিনের সমাচার: তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা'কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গয়েশপুরে!ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গয়েশপুর পুরসভার ১৭নং ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকায়!মৃত ব্যক্তির নাম বাপ্পা সরকার (৪০) মৃত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা l স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন রাতে বাড়ির কাছেই দুষ্কৃতীরা বাপ্পাকে গুলি করে, গুলি লাগে বাপ্পার বুকে, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত জেনে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা l গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা l রক্তাক্ত জখম অবস্থায় বাপ্পা'কে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা l খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ l মৃত ব্যক্তির পুত্র বিশাল সরকার জানিয়েছে,বাড়ি থেকে ওষুধ আনতে গিয়েছিল কিছুক্ষণ বাদে আমি আমার বন্ধুর মারফত খবর পেয়ে গিয়ে দেখি বাবা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে,কে বা কারা কেন বাবাকে মারল জানিনা " বিশালের দাবি তাঁর বাবা তৃণমূল কর্মী, অন্যদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটেছেন গয়েশপুর শহর তৃণমূলের সভাপতি সুকান্ত চ্যাটার্জী l বাপ্পার খুনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে l
No comments