ব্রেকিং নিউজ

হালিশহর যদুনাথবাটি এলাকায় পর পর বোমাবাজি: তীব্র আতঙ্ক এলাকা জুড়ে

সাতদিনের সমাচার : হালিশহর জেঠিয়া পঞ্চায়েত অঞ্চলের  নান্না হাসপাতাল সংলগ্ন যদুনাথবাটি এলাকায় গভীর রাতে পর পর চলছে বোমাবাজি ! গতকালও রাত আড়াইটে নাগাদ বাইকে চেপে আসা দুষ্কৃতীরা একটি বোমা ছুঁড়ে চম্পট দেয় l ঘটনার ছবি স্থানীয় এক বাসিন্দার সিসিটিভি ক্যামেরা বন্দি হয়েছে বলে জানা গেছে l উল্লেখ্য গত তিনদিন ধরে  একই এলাকাতে লাগাতার বোমাবাজি নিয়ে তীব্র আতঙ্কে স্থানীয় মানুষজন l ঘটনায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে জানালার কাঁচ ভেঙে গিয়েছে বোমার স্প্লিন্টার লেগে l ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বীজপুর থানায় l 
স্থানীয় বাসিন্দা ধ্রুব বিশ্বাস  জানান, আমাদের এলাকা শান্ত, ইতিপূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি এই এলাকাতে, আমরা সাধারণ মানুষ প্রচন্ডভাবে আতঙ্কিত l স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা তীর্থ মুখার্জী সাফ বলেন, "বোমাবাজি হচ্ছে জগদ্দল-কাঁকিনাড়ার সংস্কৃতি ! বিজেপি সাংসদ অর্জুন সিংহের ইন্ধনে হালিশহরের শান্ত এলাকা গুলোকে অশান্ত করার চেষ্টা চলছে ভোটের মুখে ! যদিও প্রশাসন সজাগ আছে, আমরা এই অন্যায় বরদাস্ত করব না"l গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্নে তীর্থবাবু বলেন, " "তৃণমূলের মধ্যে এমন কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই যে যার জেরে শান্ত এলাকায় বোমা ফেলতে হবে, এসব নোংরা রাজনীতির ফসল!"

No comments