জগদ্দলে ফের গুলি : জখম যুবক হাসপাতালে
সাতদিনের সামাচার : জগদ্দলের কলাবাগান এলাকায় অনুপ চৌধুরী (৩২) নামে এক যুবক'কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা l কি কারণে গুলি চলছে সে নিয়ে জগদ্দল পুলিশও ধোঁয়াশায় l গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক'কে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে l
No comments