ব্রেকিং নিউজ

হালিসহর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নতুন শিক্ষক শিক্ষিকাদের বরণ

সাতদিনের সমাচার : পশ্চিমবঙ্গ ব্যাপী প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে। আজ হালিসহর চক্রে ২০ জন শিক্ষক-শিক্ষিকা কাজে  যোগ দিলেন। তাদের অধিকাংশই হিন্দি মাধ্যমের শিক্ষক -শিক্ষিকা  হলেও ৩ জন ছিল বাংলা মাধ্যমের। যারা আজ কাজে  যোগ দিলেন তাদের প্রত্যেকেই বীজপুর বিধানসভার বাসিন্দা। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের হালিসহর চক্রে বরণ করে নেন উত্তর ২৪ পরগনা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কো-অর্ডিনেটর সায়ন্তন চক্রবর্তী, সংগঠনের সভাপতি অর্ণব তালুকদার, সম্পাদক রামেশ্বর পাটওয়া। 
নতুন শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন বীজপুর  বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী। সুবোধবাবু বলেন, নতুন শিক্ষক-শিক্ষিকাদের আগামী কর্মজীবনের জন্য অভিনন্দন এবং সাফল্য কামনা করি, যে কোনো সুবিধা-অসুবিধায় আমি ওনাদের পাশে আছি । নতুন শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দিলে ছাত্র-ছাত্রীর সাথে শিক্ষক-শিক্ষিকাদের আনুপাতিক ব্যবধান কমবে, ফলে শিক্ষাদানে আরও সুবিধা হবে বলেই সংগঠন নেতৃত্বদের ধারণা। এদিন নতুন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। তারা সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

No comments