আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী
সাতদিনের সমাচার : বীজপুর থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার বন্দুক 15 হাজার টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়া ছট পুকুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ মিলন মন্ডল (২৩), মনিরুল মন্ডল (২২), আশিস বিশ্বাস (২০) কে। ধৃতরা প্রত্যেকেই ভাটপাড়ার বাসিন্দা। তবে কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র গুলো নিয়ে কাঁচরাপাড়া এসেছিল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতদের বারাকপুর আদালতে তোলা হলে বিচারক মহম্মদ মিলন মন্ডল কে 12 দিন ও মনিরুল মন্ডল, আশিস বিশ্বাস কে পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার আদেশ দেন।
No comments