ব্রেকিং নিউজ

অস্ত্র কারখানার হদিস নৈহাটিতে : গ্রেপ্তার দুই

সাতদিনের সমাচার :  জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ভবাগাছি গ্রামে হানা দিয়ে সরঞ্জাম সহ আগ্নেয়াস্ত্র ও তৈরির কারখানার সন্ধান পেয়েছে নৈহাটী থানার পুলিশ ! গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি l গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে l জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরে ভিত্তি করে নৈহাটি থানার পুলিশ মামুদপুরে হানা দিয়ে আহসান আলী ও সোহরাব খান ওরফে জামাই কবিরাজ'কে গ্রেফতার করে। 
এদের মধ্যে এহসান আলি অস্ত্র কারখানার মালিক বলে জানিয়েছে পুলিশ। ১২০ রাউন্ড গুলি, দুটি প্রস্তুত করা আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু আংশিক তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও অস্ত্র তৈরির সরঞ্জামও  উদ্ধার করেছে পুলিশ। ভোটার ভোটের মুখে এত অস্ত্র উদ্ধার নিঃসন্দেহে পুলিশের এক বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে l

No comments