ব্রেকিং নিউজ

বোমা-গুলি আর অস্ত্রকারখানার রমরমা শিল্পাঞ্চল জুড়ে : নির্বাচন ঘিরে আতঙ্কে সাধারণ মানুষ

সমাচার সাতদিন : এবার অস্ত্র কারখানার হদিস মিলল ভাটপাড়ায়। পুলিশি হানায় উদ্ধার ২ টি সম্পূর্ণ তৈরী আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার ১,পলাতক একাধিক ।
আগামী ২২ এপ্রিল বিধানভার ভোট। গতকাল বোম, গুলি উদ্ধারের পর আজ আবার অস্ত্র কারখানা হদিশ, বারুদের স্তুপের উপর রয়েছে শিল্পাঞ্চলের ভবিষ্যৎ - মনে করছেন বিশেষজ্ঞরা । 
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া পুরসভার কলাবাগান এলাকায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটা কাঠামো সহ আগ্নেয়াস্ত্র বানানোর অত্যাধুনিক সরঞ্জাম। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ও পরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা, সেই একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আতঙ্কে  এলাকার মানুষজন।

No comments