শুভ্রাংশুর ফেসবুক পোস্ট : গুঞ্জন বীজপুর জুড়ে !
সাতদিনের সমাচার : শুভ্রাংশু রায় কী তবে তৃণমূলে ফিরতে চলেছেন ? - আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীজপুরবাসীর মনে ! কেননা ইদানিংকালে বীজপুরের প্রাক্তন বিধায়ক যেভাবে একের পর এক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তাতে অন্তত খুব শীঘ্রই সোনালী গুহ'র মতোই তিনিও তার পুরনো দলে ফিরে আসতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন !
ফেসবুকে শুভ্রাংশু রায় সর্বশেষ পোস্ট -- " জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন!!" এটা দেখে নেটিজেনরা পক্ষে-বিপক্ষে একের পর এক গরমাগরম মন্তব্য ছুঁড়ে দিয়েছেন সদ্য পরাজিত ভূতপূর্ব বিধায়ক'কে ! যদিও এখনই তৃণমূলে ফেরা নিয়ে শুভ্রাংশু সংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি l তবু এটা বলা যেতেই পারে যেহেতু ইতিপূর্বে বীজপুরের বুকে বিধায়ক হিসেবে তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছিলেন, সেহেতু নিজের হারানো স্থান ফিরে পেতে এবং মানুষের স্বার্থে এবং মানুষের জন্য কাজ করতে তিনি প্রয়োজনে নিজের অবস্থান বদল করতেই পারেন l আপাতত এখন পরিস্থিতির দিকে লক্ষ্য রাখাই একমাত্র কাজ l
No comments