ব্রেকিং নিউজ

জল্পনার অবসান : সপুত্র তৃণমূলেই প্রত্যাবর্তন মুকুলের !

সাতদিনের সমাচার : আশঙ্কাই কী তবে সত্যি হতে চলেছে !! সব জল্পনার অবসান ঘটিয়ে পুত্র'সহ পুরোনো শিবিরেই কী প্রত্যাবর্তন করতে চলেছেন  বিজেপি নেতা মুকুল রায় ? উত্তর  বোধহয়  "হ্যা" ! 
২০১৭ সালে দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ এবং চার বছরেই মোহভঙ্গ! বাবার পদাঙ্ক অনুসরণ করে তৎকালীন বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়ও তৃণমূল ছেড়েছিলেন বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর সামাজিক মাধ্যমে শুভ্রাংশু রায়ের বেশ কয়েকটা পোস্ট বার বারই  মুখ ফুটে বলতে চাইছিল তৃণমূলে ফেরার সদিচ্ছার কথা, সম্প্রতি মুকুল পত্নীর গুরুতর সুস্থতার খবর পেয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের দেখা করতে যাওয়া, তার উপর ' শুভেন্দুর থেকে মুকুল ভালো' তৃণমূল সুপ্রিমোর এমন বাণী তাতে যে আরও ইন্ধন জুগিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ! সুতরাং সেই সম্ভাবনা এখন প্রকট । সব ঠিকঠাক থাকলে আজ শুক্রবার দুপুরেই মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তৃণমূল ভবনে যাচ্ছেন মুকুল রায়।
কোনও বিশেষ পরিবর্তন না ঘটলে শুক্রবারেই সপুত্র মুকুল যোগ দিচ্ছেন তৃণমূলে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে  বীজপুরের নব্যবিধায়ক সুবোধ অধিকারী বিশেষ খুশি নয় বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে l

No comments