ব্রেকিং নিউজ

মুকুলপত্নী প্রয়াত : শোকস্তব্ধ রায় পরিবার

সাতদিনের সমাচার : মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় প্রয়াত হলেন । বেশ কিছু দিন যাবৎ শারিরীক ভাবে অসুস্থ থাকার পর আজ ভোরে চেন্নাইয়ের এমজিএম নামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর l জানা গেছে, ফুসফুসের সংক্রমণ জনিত কারণে কিছুদিন আগে উন্নততর চিকিৎসার লক্ষ্যে চেন্নাই নিয়ে যাওয়া হয় কৃষ্ণাদেবীকে । চিকিৎসায় উন্নত হলেও তেমন সাড়া দিচ্ছিলেন না তিনি, এরপর সমস্ত চেষ্টা বিফল করে মঙ্গলবার ভোরে তিনি পরলোক গমন করেন। কৃষ্ণাদেবীর পরিবার সূত্রে জানা গেছে, করোনামুক্ত হবার পর ফুসফুসের সংক্রমণ বাড়াবাড়ি অবস্থায় পৌঁছলে কৃষ্ণাদেবীকে অতি সংকটজনক অবস্থায় প্রথমে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । এরপর ফুসফুস  প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক l

No comments