ব্রেকিং নিউজ

সাংবাদিকদের উদ্যোগ : রক্তদান ও বৃক্ষচারা প্রদান উৎসব বীজপুরে

মহুয়া বিশ্বাস, কাঁচরাপাড়া : অতিমারী এবং গ্রীষ্মকালীন রক্তসঙ্কটের জেরে জেরবার  রাজ্যের স্বাস্থ্যপরিষেবা l ব্লাডব্যাংকগুলিও প্রায় রক্তশূন্য, পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরও বন্ধপ্রায় l ঠিক এমন সময়ে "দ্য বেঙ্গল প্রেস অ্যাসোসিয়েশন" - এর উদ্যোগে ২৪ জুলাই শনিবার  
কাঁচরাপাড়া হরিসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান এবং বৃক্ষচারা প্রদান উৎসব l 
উদ্যোগ সফল করতে কয়েকদিন ধরেই বীজপুরের সাংবাদিক মহল তথা সংগঠনের সদস্যরা অক্লান্ত 
 পরিশ্রম করে চলেছেন বলে জানা গেছে, যদিও এদিন সকাল থেকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হয়ে যায় l অবশেষে 
আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে আসার পর একে একে বিশিষ্টরা উপস্থিত হতে শুরু করেন l এদিন বেলা পৌনে একটা নাগাদ ফিতে কেটে শিবির উদ্বোধন করেন 
বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী l হাজির ছিলেন,হালিশহর পুরসভার পুরপ্রশাসক রাজু সাহানি, সমাজসেবী রামাশঙ্কর গিরি, বিএন বোস মহকুমা 
হাসপাতাল সুপার সুদীপ ভট্টাচার্য, সমাজসেবী তথা কাঁচরাপাড়া ১ নম্বর ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রসেনজিৎ হাজরা, প্রবীণ সাংবাদিক অনন্ত চট্টোপাধ্যায় প্রমুখ l
সংবাদকর্মী ছাড়াও এদিন শিবিরে প্রায় ৩০ জন উৎসাহী রক্তদাতা রক্তদান করেন l 
 প্রসঙ্গত, সাংবাদিক সংগঠনের পক্ষে রক্তদান শিবিরের মত এমন উদ্যোগ এই প্রথম l

No comments