রূপকথা দিন : পথ দেখাচ্ছে পথশিশুদের
মহুয়া বিশ্বাস, কল্যাণী : সম্পর্ক নয় সৃষ্টি দিয়ে সবাই সবার সাথে থাকে পাশে থেকে 'রূপকথা দিন' দেখিয়ে দিয়েছে তারা আজ আর চেষ্টা করতেও ভয় পায় না, আর পায় না বলেই সেদিনের সেই সহায়সম্বল কচিকাঁচাগুলোর চোখে আজ প্রবল আত্মবিশ্বাস l নতুন কিছু শেখার আর করে দেখানোর l গানের তালে নেচে, রাম্পে হেঁটে ওরা আজ স্বগর্বে দেখিয়ে দিয়েছে আমরা একটু সহানুভূতি দেখালে ওরা ওদের সবটা উজাড় করে দিতে পারে l
অনেকের মত লকডাউন ওদের অনেক কিছুই কেড়েছে, তাই ওদের কোনও আগামী নেই, বেঁচে থাকার চ্যালেঞ্জ নিয়ে যারা ছুটে বেড়ায় রেলস্টেশনের আনাচে কানাচে, জনস্বার্থের ভাঁড়ারে যাদের প্রাপ্য কেবল শূন্য, তাদের নিয়েই শেষ কয়েক বছর এগিয়ে চলেছে রূপকথা দিন l আজ ১০ অক্টোবর রবিবার মহাপঞ্চমীর সকালে কল্যাণীর
বিধানভবন ওদের হাতে তুলে দেয়া হল নতুন জামাকাপড় আর কিঞ্চিৎ খাবারের প্যাকেট ।আনন্দময়ী'র আগমনে ওদের আনন্দগুলো মিশে যাক না আমাদের সবার মনের সাথে !
No comments