ডিজিট্যাল প্লাটফর্মে পরিবেশিত সংবাদ অস্তিত্বহীন ! প্রেস ক্লাবের নামে জারি ভুয়ো বিজ্ঞপ্তিতে তীব্র অসন্তোষ সংবাদকর্মীদের মধ্যে
সাতদিনের সমাচার : রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে ডিজিট্যাল মিডিয়ার ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে “কলকাতা প্রেস ক্লাব” এর লেটার প্যাডে এক বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি জারি করার ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য তৈরী হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম তথা সংবাদকর্মীদের মধ্যে !
বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো আখ্যা দিয়ে সংবাদ বিকৃতির দাবী তুলে সরব হয়েছে এ রাজ্যের ডিজিট্যাল মিডিয়া এসোসিয়েশন। জানা গেছে, 'কলকাতা প্রেস ক্লাব' মত সাংবাদিক সংগঠন এর 'লেটার প্যাড' এ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার মূল বক্তব্য হল, যে সমস্ত সংবাদমাধ্যম তাদের সংগৃহীত সংবাদ ইউটিউব, ইন্টারনেট সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিবেশন করেন, তাদের 'সংবাদমাধ্যম' হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না ইত্যাদি, এমনকি সমস্ত ডিজিটাল প্লাটফর্মে পরিবেশিত সংবাদকে অস্তিত্বহীন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতেও নির্দেশ দেয়া হয়েছে ওই বয়ানে।
তবে সূত্রের খবর, কলকাতা প্রেস ক্লাবের ওই লেটারপ্যাড প্রযুক্তির সাহায্যে জাল করে তাতে ওই মিথ্যে বয়ান ছাপিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ! এই ধরনের কোন নোটিশ বা বয়ান কলকাতা প্রেস ক্লাবের তরফ থেকে কোথাও জারি করা হয়নি, এটি সম্পূর্ণভাবে একটি মিথ্যা প্রচার মাত্র, যা কলকাতা প্রেস ক্লাবকে কলঙ্কিত করার এক অসাধু চক্রান্ত বলে মনে করা হচ্ছে - এ কথা জানিয়ে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের সভাপতি অরিন্দম রায়চৌধুরী বলেন, "বিভিন্ন সময়ে এ রাজ্যে সর্বস্তরের সাংবাদিকের বিপদে আপদে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে প্রেস ক্লাবকে, এমনকি ডিজিটাল মিডিয়া কর্মীদের সমস্যাতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা প্রেস ক্লাব, সুতরাং এটা সম্পূর্ণ পরিকল্পিত চক্রান্ত !"
এই ধরনের বিভ্রান্তিকর চিঠি'কে উপেক্ষা করে বিষয়টির তীব্র নিন্দা করে চক্রান্তকারীদের বিরুদ্ধে সরব হবার আহ্বান জানিয়েছে ডিজিট্যাল মিডিয়া এসোসিয়েশন
No comments