থার্ড লাইন : ভাঙা পড়ল মন্দির ! বটবৃক্ষ ছেদনে বিরূপ প্রতিক্রিয়া স্থানীয়দের
সাতদিনের সমাচার : দীর্ঘ টালবাহানার পর হালিশহর পালপাড়া থার্ড লাইনের কাজের জন্য ভাঙা পড়ল হালিশহর দু'নম্বর প্লাটফর্ম সংলগ্ন প্রায় চল্লিশ বছরের অধিক পুরাতন তাঁরামায়ে'র মন্দিরটি ! কেটে ফেলা হচ্ছে সুবিশাল বট গাছটিও l কেননা সেখান দিয়ে রেল ট্র্যাক এবং ওভারব্রিজের কাজ ইতিমধ্যেই অনেকখানি এগিয়ে গিয়েছে l তবে ভক্তদের দাবি মেনে অনতিদূরেই রেল কর্তৃপক্ষ একটি নতুন মন্দির তৈরী করে দিয়েছেন, সম্প্রতি কালীপুজোর সময় সেখানে আনুষ্ঠানিকভাবে পুজোও শুরু হয়েছে l
তবে বটবৃক্ষটি কাটা নিয়ে স্থানীয়দের অনেকেই বিরূপ ছিলেন, জানা গেছে মন্দির ভাঙার আগে এই বটগাছ কাটতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা কাকতলীয় হলেও ধর্মভীরু মানুষজন কিন্তু তা মানতে নারাজ ! দাবি ছিল -নতুন মন্দির তৈরির পর পুরনো মন্দির ভেঙে তারপর বটগাছ কাটতে হবে, অনভিপ্রেত সেই ঘটনার পর রেল কর্তৃপক্ষ ভক্তদের দাবি মেনে নিয়েছেন l আরও জানা গেছে, খুব তাড়াতাড়ি সেখানে ট্র্যাক এবং নতুন প্লাটফর্ম তৈরী হয়ে যাবে l
No comments