ব্রেকিং নিউজ

ঈশ্বর যেন দিদি'কে গোটা দেশের মানুষের সেবা করবার সুযোগ দেন : কমল

সাতদিনের সমাচার : "রাজ্যবাসীর প্রতি এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন নিবেদিত প্রাণ, মানুষের স্বার্থে যেভাবে তিনি নাগাড়ে কাজ করে চলেছেন, ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশবাসীর স্বার্থে তিনি কাজ করবেন, আজ তাঁর জন্মদিনে ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা" - মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিনে তার একনিষ্ঠ সৈনিক হিসেবে সতীর্থ এবং স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকের নিয়ে বিশালাকার একটি কেক কেটে দলনেত্রীর জন্মদিন উদযাপন করতে গিয়ে সমাচার সাতদিন'কে এমনটাই বললেন হালিশহরের তৃণমূল যুবনেতা কমল অধিকারী l এদিন মমতা বন্দোপাধ্যায়ের সুস্বাস্থ্য বজায় রাখবার পাশাপাশি তার দীর্ঘায়ু প্রার্থনা করেন হালিশহর পুরসভার পুর প্রশাসক রাজু সাহানি।

No comments