ব্রেকিং নিউজ

স্কাউট সদস্যদের তৎপরতা : প্রাণ বাঁচলো দম্পতির

বিশেষ সংবাদদাতা, কলকাতা : স্কাউট সদস্যদের তৎপরতায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন প্রৌঢ় দম্পতি ! জানা গেছে, সকাল ৮ টা ৫৫ মিনিটের  নামখানা স্পেশাল ট্রেন শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের ১৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তেই পঞ্চাশোর্ধ এক দম্পতি মালপত্র সমেত চলন্ত ট্রেনে উঠতে চেষ্টা করেন এবং যথারীতি ভারসাম্য হারিয়ে দুজনেই প্লাটফর্মের উপর পড়ে যান, সেই সময় সেখানে গঙ্গাসাগরমেলা উপলক্ষে নিয়োজিত বিশেষ ডিউটিতে হাজির ছিলেন দু'জন পূর্বরেল স্কাউটের শিয়ালদা বিভাগের স্কাউট এন্ড গাইড সদস্য প্রসেনজিৎ বিশ্বাস এবং সৌরদীপ দে l ঘটনার আকস্মিকতায় তারা তৎক্ষণাৎ ছুটে এসে ওই মহিলা এবং তার স্বামীকে প্লাটফর্ম থেকে টেনে তোলেন এবং ট্রেনের নিচে চলে যাওয়া থেকে বাঁচান l সেখানে উপস্থিত এক আরপিএসএফ জোয়ান, এক জিআরপি সিভিক ভলেন্টিয়ারও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইতিমধ্যে গার্ড এবং চালক ট্রেন থামিয়ে দিলে মালপত্র সমেত ওই দম্পতিকে ট্রেনে তুলে দেয়ার পর দ্রুত ট্রেন ছেড়ে যায় l রেল কর্তৃপক্ষ নিয়োজিত স্কাউট  স্বেচ্ছাসেবক এবং 
তীর্থযাত্রীদের সাহায্যে ওই দুই  স্কাউট সদস্য
---------------------------------
রেলরক্ষীদের এহেন কার্যে ট্রেনের কৌতুহলী যাত্রীসাধারণ তাদের বাহবা দিয়ে উৎসাহিত করেন l এদিকে খবর পেয়ে বিভাগীয় রেলকর্তারা স্কাউট-গাইড'দের এমন কাজে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে l অন্যদিকে রেল স্কাউটের শিয়ালদা বিভাগের অর্গানাইজিং কমিশনার কমল মুখোপাধ্যায় এবং সহ: সম্পাদক শুভঙ্কর শীলের সঙ্গে দূরভাষে যোগাযোগ করা হলে তারা বলেন, -'সারা বছরই স্কাউট গাইডরা মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকে, আসলে এটাই তো আমাদের কর্তব্য l'
'এ কাজে ভীষণরকম মানসিক শান্তি আছে'- লাজুক মুখে বললেন ওই দুই স্কাউট সদস্য l
                                                  ছবি : স্কাউট সূত্রে প্রাপ্ত

No comments