প্লাস্টিক ব্যবহার বন্ধে শপথ নিল হালিশহর নিউ স্কাউট গ্রুপ
মহুয়া বিশ্বাস, হালিশহর : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদা জেলার অন্তর্গত হালিশহর নিউ গ্রুপের রোভার সদস্যরা দিল্লির জাতীয় দপ্তরের নির্দেশ মেনে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার এবং সমাজে তার ক্ষতিকারক প্রভাব নিয়ে ক্রমাগত প্রচার চালাবার শপথ নিয়েছে l বিভিন্ন গণমাধ্যম ছাড়াও স্থানীয় পাড়া এবং রেলকলোনীগুলোতে প্রতিটি বাড়ির দরজায় দরজায় ঘুরে সাধারণ বাসিন্দাদের সচেতন করতে তাদের এই উদ্যোগী ভূমিকা জেলা স্তরে ইতিমধ্যেই প্রশংসিত l
সম্প্রতি হালিশহর চৌমাথা এলাকায় স্কাউটিং পদ্ধতিতে বেশ কয়েকটি সমাবেশ ছাড়াও ব্যানার-পোস্টার-লিফলেট সহযোগে মিছিল সংগঠিত করছে বলে জানালেন সংস্থার রোভার লিডার শঙ্কর চৌধুরী l এ ব্যাপারে জেলা কমিশনার কমল মুখোপাধ্যায় বলেন, "প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে মানুষ যাতে কাপড় কিংবা কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহিত হয় এটাই স্কাউট সদস্যদের এখন মূল লক্ষ্য l" পরিবেশ এবং প্রকৃতি রক্ষার্থে প্রতিটি মানুষকে
আগামীদিনে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতেই হবে, হালিশহরনিউ গ্রুপের স্কাউট রোভার সদস্যরা যে শপথ নিয়েছেন তা দাবানলের মত সমাজে ছড়িয়ে পড়া উচিত বলেই মনে করছেন শিয়ালদা জেলার সহ সম্পাদক শুভঙ্কর শীল l
JWT Casino Resort Tickets - JamBase
ReplyDeleteBuy 동두천 출장마사지 your JWT Casino Resort tickets online 안산 출장샵 and find deals at Ticketmaster.com. 울산광역 출장안마 Find your tickets for concerts, comedy, and more at JWST Casino.Tue, Dec 14Jim HensonSat, Dec 18Bobby 군포 출장안마 Hart 경주 출장샵