হালিশহর নিউ স্কাউটগ্রুপের দ্বিতীয় বর্ষ রক্তদান উৎসব ----------------------------------------- রেল নো অবজেকশন দিক, বাকিটা আমি বুঝে নেব : সুবোধ
সাতদিনের সমাচার : 'রেল কর্তৃপক্ষ 'নো অবজেকশন' দিলে আমি দায়িত্ব নিয়ে স্কাউট ঘর এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্কার করে দেব'- ভারত স্কাউটস এন্ড গাইডস শিয়ালদা জেলার অগ্রণী গ্রুপ হালিশহর নিউ এর পক্ষ থেকে আজ ২ সেপ্টেম্বর শুক্রবার দ্বিতীয় বর্ষ রক্তদান উৎসবে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ এমনটাই বললেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী l এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই হালিশহর নিউ স্কাউট গ্রুপ অসংখ্য সমাজসেবামূলক কাজ করে আসছে, আমি তাদের কাজে অনেকবারই সাক্ষী হিসেবে থেকেছি, তবে এদের সদস্য
সংখ্যা যতটা সেই অনুযায়ী তাদের মাথা গোঁজার মত পরিকাঠামো নেই, আমি রেলকর্তাদের অনুরোধ করব, যাতে হালিশহর নিউ স্কাউটদের জন্য ঘর এবং উপযুক্ত পয়ঃপ্রণালীর ব্যবস্থা করবার জন্য, আমি এও জানিয়ে রাখলাম,যদি রেলকর্তারা তা না পারেন তবে তাঁরা আমাদের 'নো অবজেকশন' দিন আমি নিজে স্কাউটগাইডের পাশে দাঁড়াব সব রকমভাবে l"
এই বক্তব্যের পর উপস্থিত স্কাউট গাইডরা উৎসাহে ফেটে পড়েন, পাশাপাশি সন্তোষ প্রকাশ করেন শিবিরে উপস্থিত রক্তদাতা এবং সাধারণ মানুষজনও ! শিবিরের শেষ পর্যায়ে হাজির কাঁচরাপাড়া পুরসভার প্রধান কমল অধিকারীও তার মূল্যবান বক্তব্য পেশ করেন রক্তদান এবং সমাজসেবা নিয়ে, তিনিও উক্ত বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্কাউট গাইডদের আশ্বস্ত করেন l শিবিরে হাজির পুরপ্রতিনিধি শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায় এবং বিশ্বজিৎ পালও বিধায়ক এবং পুরপ্রধানের সাথে সহমত প্রকাশ করেন l বিধায়ক এদিন বক্তব্যে নিজের কিশোরকালের স্কাউটিং অভিজ্ঞতার বর্ণনা করে স্কাউটিংকে সমাজসেবায় অধিকতরভাবে অগ্রণী হতে আহ্বান জানান l প্রসঙ্গত,'সবুজ সংকল্প' নামে একটি সংস্থার পক্ষ থেকে উপস্থিত রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেয়া হয় এদিন l
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রুপলিডার কৌশিক সমাদ্দার এবং রূপাঞ্জলি দে সরকার বলেন, "শুধু রক্তদান নয়, সারা বছরই হালিশহর নিউ স্কাউট সংস্থা বিভিন্ন সমাজসেবা কাজে নিজেদের নিয়োজিত করে থাকে, আগামীতেও তার ব্যতিক্রম হবে না l" এদিন উপস্থিত রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করে তাদের হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দেয়া হয় হালিশহর নিউ স্কাউট সংস্থার পক্ষ থেকে l
No comments