ব্রেকিং নিউজ

ট্রেনেই কর্ম-অবসর পালন নিত্যযাত্রীদের, আবেগে ভাসলেন সকলে

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় রেল এর ইতিহাসে যাত্রীদের অভিজ্ঞতার গল্প আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু আজকের গল্প যাত্রী অভিজ্ঞতার ইতিহাসে হয়তো আর একবার অনন্য নজির হয়ে রইল। ৩০১২৮ ডাউন কল্যাণী মাঝেরহাট ৪নং বগিতে নিত্য যাতায়াতকারী পরিমল কবিরাজ, যিনি পূর্ব রেলের প্রিন্টিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, গত ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন তার দীর্ঘ কর্মজীবন থেকে। 
এই উপলক্ষে তার সহ-নিত্যযাত্রীরা উক্ত দিনে এক অভিনব বিদায় অনুষ্ঠান এর আয়োজন করেন নির্দিষ্ট ট্রেন কামরায়। রঙিন বেলুন, রিবন, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা কামরাটি। তবে, শুধু পরিমল বাবুর বন্ধুরাই নন, অনুষ্ঠানে যোগ দেন অন্যান্য সহযাত্রী ও উক্তদিনে উপস্থিত যাত্রীরাও। পরিমলবাবুকে পাগড়ি, রজনীগন্ধার মালা পড়িয়ে, পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, জিভে জল আনা গরম কচুরী-তরকারী, ডিম সেদ্ধ, ড্রাই ফ্রুট, মিষ্টি কিছুই বাদ যায়নি সেদিনের আয়োজনে। 
যাইহোক একটা কথা বলাই যায়, শুধুমাত্র রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কই নয়, নিত্য যাত্রীদের এই অনবদ্য উদ্যোগ হাজার ব্যস্ততার মাঝে তাদের জীবনকে উপভোগের এক অনন্য গল্পের উদাহরণ হয়ে থাকবে আমাদের সকলের জীবনে। এই অনুষ্ঠান আবার একবার প্রমাণ করল, "জীবন আসলেই বড্ড সহজ, আমরাই অযথা তাকে জটিল করে তুলি।"

No comments