ব্রেকিং নিউজ

বিধায়কের বাসভবনে হোলি খেলায় 'বীজপুর ইউনাইটেড তৃণমূল'

নিজস্ব প্রতিনিধি :  বীজপুরে একত্রে সকলে মিলে হোলি খেলায় মাতলেন সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আজ হোলির দিন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর বাসভবন মঙ্গলদীপে বিধায়ক স্বয়ং, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি, উপ-পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, সিআইসি হিমানীশ ভট্টাচার্য প্রমুখ বীজপুর তৃণমূলের প্রথম সারির নিয়ন্ত্রক নেতৃত্ববৃন্দ নিজেদের মধ্যেই হোলির রঙে রঙিন হলেন। 
সম্প্রতি বারাকপুরের সাংসদ সংবাদমাধ্যমে বলেছিলেন, তাকে দায়িত্ব দিলে এক চুটকিতেই তিনি রাজু সাহানির বিষয়টিতে হস্তক্ষেপ করবেন ও বীজপুরে রাজনৈতিক ভেদাভেদ মিটিয়ে দেবেন। তবে আজ হোলির দিনে মঙ্গলদ্বীপ ভবনের এ দৃশ্য স্বভাবতই বীজপুর তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দকে অত্যন্ত খুশি করেছে, তা বলাই বাহুল্য। এ বিষয়ে বিধায়ক সুবোধ অধিকারীর প্রতিক্রিয়া, "হয়তো কিছু ভুল বোঝাবুঝির জন্য রাজুর সাথে সাময়িক দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। কিন্তু আমরা এক ছিলাম, আছি ও থাকব।" 
এবিষয়ে রাজু বলেন, "আজ হোলির দিনে বিধায়ক ও অন্যান্য সকলের আশীর্বাদ নিতে গেছিলাম এবং তাদেরকে শুভেচ্ছাও জানালাম। আমরা এক ছিলাম, আছি ও থাকব। কেউ কেউ আমাদের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, কিন্তু সময় সবকিছুর উত্তর দেবে।"

No comments