ব্রেকিং নিউজ

হালিশহরে রামনবমীর মিছিলে ফের একসঙ্গে কমল-রাজু-শুভঙ্কর

নিউজ ডেস্ক রিপোর্ট : আজ 'রামনবমী' উপলক্ষে হালিশহর হাজিনগর-কোনাকলোনী অঞ্চলে আয়োজিত এক শোভাযাত্রায় ফের একসঙ্গে হাঁটতে দেখা গেল কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি, উপ-পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, পৌর পরিষদ অশোক যাদব, শম্ভুনাথ ঘোষ, পার্থ সাহা সহ একাধিক কাউন্সিলর তথা তৃণমূল নেতৃত্বদের। 
এদিন এই মিছিল হালিশহর ১৬ নম্বর ওয়ার্ডের সাধুর মোড় থেকে শুরু করে এইচ.কে. ভাট্টার রোড ধরে কোনাকলোনি হয়ে ছাই ময়দানে শেষ হয়। উল্লেখ্য, এই রামনবমীর শোভাযাত্রা ঘিরে সমগ্র হাজিনগর অঞ্চল জুড়ে পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। 
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি বীজপুর তুষার কান্তি পাঠকের নেতৃত্বে হালিশহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশীষ দলুই, গরিফা আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক ভীম পাত্র, বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ-ও উপস্থিত ছিল।
যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স মোতায়েন ছিল।

No comments