জগদ্দলে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের প্রকাশ্য সমাবেশে উপস্থিত মহম্মদ সেলিম
আকাশ ভট্টাচার্য্য (14/05/23) : বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন এর উদ্যোগে উত্তর ২৪ পরগণা জেলার জগদ্দল গোলঘর ময়দানে আয়োজিত হল সিপিআইএমের শাখা সংগঠন বিসিএমইউ এর প্রকাশ্য সমাবেশ। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার, শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, সিটু নেত্রী গার্গী চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। উষ্ণ অভ্যর্থনা শেষে মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন মহম্মদ সেলিম। তিনি বলেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, কোন কিছুই আলাদা নয়। রাজ্যে তৃণমূল সরকার শোষন করছে ও কেন্দ্রে বিজেপি সরকার শোষণ করছে, তাই এদের তাড়াতে গেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক হতে হবে এবং লাল ঝান্ডা হাতে তুলে নিতে হবে। এছাড়াও প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তার বক্তব্যে নোটবন্দি, ১৫ লাখ টাকার কথা, জনধন যোজনা, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পৌরসভা, কয়লা, গরুপাচার, সোনা পাচার দুর্নীতি সহ
সাম্প্রতিককালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ারের ব়্যালির মতো বিভিন্ন বিষয়ে উঠে আসে। অভিষেকের র্যালি সম্পর্কে বলতে গিয়ে সেলিম বলেন, "রাজ্যে এখন এক নতুন নাটক শুরু হয়েছে - অভিষেকের ব়্যালি, এরফলে অবশ্য সিপিএমেরই লাভ হয়েছে। কারণ যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে জনসভায় ভোট দানের নাটক করছেন, তারপরেই তিনি চলে যেতেই ভোটের বাক্স লুট হয়ে যাচ্ছে, তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে, তাতে সিপিএমের এতে ভিত শক্ত হচ্ছে। মানুষ আবারও লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে।"
No comments